যশোরের মনিরামপুরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধ মাটির দেয়াল ধসে নারী নি/হ/ত

যশোরের মনিরামপুরে মাটির ঘরের দেয়াল ধসে নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০১ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম বিজলি মণ্ডল (৫৫)। তিনি ওই গ্রামের মুকুন্দ মণ্ডলের মেয়ে।

স্থানীয় এনজিও কর্মী রবিউল ইসলাম জানান- বিজলি সকাল ৯টার দিকে নলকূপ থেকে পানি নিয়ে ঘরে ফিরছিলেন। এ সময় ঘরের মাটির দেয়াল ভেঙে তার গায়ের ওপর পড়ে। স্বজনেরা পরে বিজলিকে উদ্ধার করে দ্রুত কপালিয়া বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু বলেন- কয়েক দিনের ভারী বৃষ্টিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাড়িঘরের আশপাশে পানি উঠে যাওয়ায় মাটির ঘরগুলোর দেয়াল ভিজে ঝুঁঁকিপূর্ণ হয়ে পড়েছে। সকালে নিজেদের ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে বিজলি মারা গেছেন।