যশোরের মনিরামপুরের মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/20210524_004127-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কপোতাক্ষ নদের তীরঘেষা খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী পুনঃসংস্কার, নতুনভাবে নির্মিত ও নির্মিতব্য মুজিব কিল্লার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ মে-২০২১) সকাল সাড়ে ১০ টার দিকে গণভবন থেকে এ উদ্বোধনী কার্যক্রম শুরু করা হয়।
মশ্বিমনগর ইউনিয়নের খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যশোর ডিডিএলজি (উপ-পরিচালক, স্থানীয় সরকার) মোঃ হুসাইন শওকত, ইউএনও সৈয়দ জাকির হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপ-সহকারি প্রকৌশলী মোঃ মোস্তফা মিয়া, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা প্রভাষক ইউসুফ আলী, মাস্টার শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মুজিব কিল্লা’র প্রাক্কালন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৮২৫ টাকা বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন