যশোরের রাজগঞ্জ বাজারে পেট্রোল বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/images-13.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে পেট্রোল বিক্রির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে রাজগঞ্জ বাজারের পুলেরহাট রোডের নিরিবিলি এন্টারপ্রাইজে ও ত্রিমোহনী রোডের সাথী-বিথি স্টোরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান।
তিনি জানান- দোকানে মূল্য তালিকা না থাকা এবং পেট্রোল বিক্রির অনুমোদন না থাকায় রাজগঞ্জ বাজারের নিরিবিলি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ফারুক হোসেনকে ৫ হাজার ও সাথী-বিথি স্টোরের প্রোপ্রাইটর সালমা খাতুনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন