যশোরের রাজগঞ্জ শিক্ষক মাহাবুরের ইন্তেকাল, শোক প্রকাশ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এডাস মডেল স্কুলের শিক্ষক মাহাবুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজগঞ্জ বাজারের তপনের চায়ের দোকানে চা খাওয়ার জন্য বসলে সেখানে হার্ড স্ট্রোক করে মৃত্যু বরণ করেন তিনি। মরহুম মাহাবুর রহমান রাজগঞ্জের মনোহরপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত আতিয়ার রহমানের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্যা আত্মীয়স্বজন, বন্ধু মহল রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার মাগরিফ বাদ স্থানীয়ভাবে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে রাজগঞ্জের সর্বস্তরের মুসল্লিরা ও তার আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল মুসল্লিরা শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন