যশোরের রাজগঞ্জে খুচরা বাজারে বোতল সয়াবিন তেল খুলে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের মুদি দোকানিরা বোতল সয়াবিন তেল খুলে খুচরা অতিরিক্ত দামে বিক্রি করছে বলে ক্রেতাদের আভিযোগে জানাগেছে। যে কারণে রমজান মাসে সয়াবিন তেল কিনতে রীতিমত হিমশিম খাচ্ছে ক্রেতারা।

রাজগঞ্জ বাজারে বোতল সয়াবিন তেলের দামের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি হওয়ায় মুদি দোকানিরা বোতল সয়াবিন তেল খুলে ড্রামে ঢেলে খোলা হিসেবে অতিরিক্ত দামে বিক্রি করছে। বাজারের দোকানে বোতল সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বললেই চলে।

অনেক ক্রেতারা বলছেন- দোকানিদের গুদাম ঘরে বোতল সয়াবিন তেল রাখা আছে। সেখান থেকে এনে খুলে, খোলা হিসেবে বিক্রি করছে। জানাগেছে- রাজগঞ্জ বাজারে খোলা সয়াবিন তেল খুচরা ১৯৪ টাকা থেকে ২০০ টাকায় প্রতিকেজি বিক্রি করছে মুদি দোকানদাররা।

এবিষয়ে জানার জন্য রাজগঞ্জ বাজারের একজন মুদি ব্যবসায়ীর সাথে কথা বললে, তিনি জানান- বোতল সয়াবিন তেল কোম্পানি থেকে সরবরাহ কম। তিনি আরও জানান- সয়াবিন তেলের সংকট থাকায় বাজারে এঅবস্থা দেখা দিয়েছে।

ক্রেতা খালিয়া গ্রামের রবিউল ইসলাম বলেন- বাজারে বোতল সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খোলা সয়াবিন তেল ২০০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এই অস্বাভাবিক দামে তেল কিনতে যেয়ে গরীব অল্প আয়ের মানুষ চরমভাবে হিমশিম খাচ্ছে। এই পবিত্র রমজান মাসে এই ভাবে মানুষদেরকে ঠকাচ্ছে মুদি দোকানিরা।