যশোরের রাজগঞ্জে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় চালককে অজ্ঞান করে একটি ইজিবাইক ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগঞ্জ এলাকার রাজগঞ্জ-চাঁচড়া সড়কের বালিরখাল নামক স্থানে ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
ভুক্তভোগী ইজিবাইক চালক রাজু আহম্মেদ (৩৫) যশোরের শংকরপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো।
জানাগেছে, শনিবার দুপুরে কয়েকজন যাত্রী রাজুর ইজিবাইক ভাড়া নিয়ে রাজগঞ্জের দিকে আসছিলো। পথিমধ্যে রাজগঞ্জ এলাকার বালিরখাল নামক ফাঁকা জায়গায় পৌছালে যাত্রীরা চালক রাজুকে অজ্ঞান করা ওষুধ কৌশলে খাওয়ায়ে অজ্ঞান করে, তাকে রাস্তার পাশে ফেলে রেখে তার হলুদ রংয়ের ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশী ছিনতাইকারিরা।
স্থানীয় অজিত কুমার জানান, আমিসহ পথচারীরা এই পথ দিয়ে যাওয়ার সময় অজ্ঞান হয়ে রাস্তার পাশে শুয়ে থাকা ইজিবাইক চালক রাজুকে উদ্ধার করি। একপর তার ইজিবাইক ছিনতাই হয়েছে সে জানান। পরে একটি ভ্যানে করে তার শ্বশুর বাড়ি ইত্যা গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন