যশোরের রাজগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাল্য বিবাহ প্রতিরোধে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিপির আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে অত্র বিদ্যাপীঠের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপস্থিত ছিলেন- উপজেলা বিআরডিপি কর্মকর্তা বিশ^জীৎ কুমার ঘোষ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠান হয়। এতে ৪জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।