যশোরের রাজগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডাস্টবিন স্থাপন
বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময় একটি দেশ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আমাদের দেশকে পরিণত করেছে একটি বহুমাত্রিক আকর্ষণসমৃদ্ধ অনন্য পর্যটন গন্তব্যে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস শ্রম দেওয়া স্বেচ্ছাসেবী ভিত্তিক তারুণ্যের প্লাটফর্ম বিডি ক্লিন মণিরামপুর ও মণিরামপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশের বৃহত্তর রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের বঙ্গবন্ধু ভাসমান সেতু এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কবির হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ঝাঁপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সামছুল হক মন্টু, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন- অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সারাবিশ্বে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও পুরাকীর্তি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং প্রাকৃতিক সৌন্দর্য সফলভাবে তুলে ধরা সম্ভব। ঝাঁপা গ্রামের স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন- এলাকার শতাধিক মানুষের উদ্যোগে এই সেতু তৈরি হয়েছে। যা আমাদের অনেক উপকারে আসছে। অনেক স্থান থেকে মানুষ আসছে দেখার জন্য।
বিডি ক্লিন মণিরামপুর উপজেলা সমন্বয়ক আরিফ ফয়সাল বলেন, আমাদের ঐতিহ্য বঙ্গবন্ধু ভাসমান সেতু। অনেক স্থান থেকে দর্শনার্থী আসছে দেখার জন্য, গড়ে উঠেছে দোকান পাঠ। আমাদের ব্যবহৃত প্লাস্টিক দ্রব্য ও ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে যার ফলে জীববৈচিত্র্য সহ ধ্বংস হচ্ছে আমাদের পরিবেশ।
বিডি ক্লিন যশোর জেলা সমন্বয়ক রকিবুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত যশোর জেলা গড়ার লক্ষ্যে আমরা নিরলস শ্রম দিয়ে চলেছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন