যশোরের রাজগঞ্জে বেপরোয়া গতির বালি বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে আহত হাফেজ আব্দুল্লাহর মৃত্যু
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার বাগেরালী মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ আব্দুল্লাহ (২৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার পরের দিন যশোর সদর হাসপাতালে মারা গেছেন।
নিহত হাফেজ আব্দুল্লাহ উপজেলার হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং গোয়ালবাড়ি মাদ্রাসার শিক্ষক। তিনি গত সোমবার (২৭ নভেম্বার) সকাল ৭টার দিকে উল্লেখিত স্থানে বেপরোয়া গতিতে থাকা বালি বোঝায় ট্রাকের সাথে দুর্ঘটনার শিকার হন এবং মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে- হাফেজ আব্দুল্লাহ প্রয়োজনীয় কাজ মেটাতে পালসার মোটর সাইকেল যোগে রাজগঞ্জ বাজারে যাওয়ার পথে হানুয়ার বাগেরালী মোড়ে পৌছালে বিপরিদ দিক থেকে আসা বেপরোয়া গতিতে থাকা একটি বালি বোঝায় ট্রাকের (যশোর-ট-১১-৫৩৩১) সাথে ধাক্কা লাগে এবং আব্দুল্লাহ মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকার নিচে ডান পা চলে যেয়ে অন্ডোকোষ ছিড়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষনিক খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে এবং ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান- ট্রাকটি বেপরোয়া গতিতে ছিলো। এই ছোট রাস্তায় এতো গতিতে ট্রাক চালানো ঠিক না। চালক ট্রাকটি বেপরোয়া গতিতে চালানোর কারনে এমন ঘটনা ঘটেছে। ট্রাকটির মালিক হরিহরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বানী ইসরাইল জানান- কোনো পক্ষের, কোনো অভিযোগ নাই। উভয়পক্ষ মিমাংসা করে ট্রাকটি ছাড়িয়ে নিয়ে গেছে।
হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন কুমার ধর এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হরিহরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস ও স্থানীয় সদস্য আব্দুল আলিম বলেন- বুধবার (২৯ নভেম্বর) যশোর হাসপাতাল থেকে মরদেহ আনার পর, এদিন মাগরিব বাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন