যশোরের রাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/05/Late-Lash-লাশ-মরদেহ-মৃত্যু-নিহত-আত্মহত্যা-হত্যা-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গৌরপদ সরকার (৪০) নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার দিনগত রাতের কোন এক সময় এ আত্মহত্যার ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পথচারীরা গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গাছ থেকে মরদেহটি উদ্ধার করে বলে জানা যায়। নিহত গৌর পদ সরকার ঝাঁপা গ্রামের নিরাপদ সরকারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. জামাল উদ্দিন ও স্থানীয় বাসিন্দা গোকুল চন্দ্র রায় বলেন- বুধবার সন্ধ্যার দিকে গৌর তার স্ত্রীর সাথে কথাকাটাকাটি করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বৃহস্পতিবার সকালে তার লাশ ঝুঁলন্ত অবস্থায় পাওয়া যায় ঝাঁপা-ডুমুরখালি রাস্তার মাঝখানে নড়ের মাঠ নামক স্থানের একটি ডুবা গাছে।
ইউপি সদস্য মো. জামাল উদ্দিন আরও বলেন- আমরা থানায় আছি। পুলিশ লাশ মর্গে পাঠাবে কিনা বলতে পারছি না।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন