যশোরের রাজগঞ্জে স্কুল ভিত্তিক গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় জোনে ৫২তম মাধ্যমিক স্কুল ভিত্তিক গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রেজাউল হক ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার উপস্থিত থেকে এ খেলা উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনের খেলায় ৮টি মাধ্যমিক স্কুল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা টগর, সিনিয়র শিক্ষক হারুন-অর-রশীদ (বাবুল), চালুয়াহাটি ইউনিয়ন যুবদল নেতা মোঃ মতিয়ার রহমান, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক আহাদ আলী প্রমুখ।
এ কেলার সার্বিক সহযোগীতায় ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম ও মোহাম্মদ আলী। খেলাটির রেফারীর দায়িত্বে ছিলেন- মোঃ আলমগীর হোসেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন