যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে দুই শিশু আহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/IMG_20211220_154539.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শা উপজেলার টেংরা গ্রামে একটি আম বাগানে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি (৭) নামে দুই শিশু আহত হয়েছে।
আহত দুই শিশুর মধ্যে ফাহাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে যশোর সদর হসপিটালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দক্ষিণ পাড়ার একটি আম বাগানে এ ঘটনাটি ঘটে।
আহত ফাহাদ হোসেন টেংরা গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও শায়ন্তি উপজেলার কাঠুরি গ্রামের মোঃ পিন্টুর মেয়ে। শায়ন্তি টেংরা গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো।
আহত শায়ন্তি জানান, ‘আমরা দুজনে বাড়ির পাশে আব্দুর রহিমের আম বাগানে খেলছিলাম। হঠাৎ আমরা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখি, তারপর সেটা খুলে দেখি তার ভিতর চাউলের কুড়ার ভিতর লাল টেপ প্যাচানো দুইটি বল আছে। ফাহাদ ওই বল দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে ফাহাদ মারাত্মক আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকায় লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খাঁন জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, একটি বোমা উদ্ধার করা হয়েছে।’
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন