যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের সঙ্গে আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত ১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/10/IMG-1411.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের সাথে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোঃ সিরাজুল ইসলাম নামের একজন যুবক নিহত হয়েছে। (১২ অক্টোবর) সকাল ১০টার সময় শার্শা উপজেলার নাভারণ কামারবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আলমসাধু চালক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাস চালক নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধুকে সামনাসামনি ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
আলমসাধু চালক সিরাজুল ইসলাম শার্শার উলাশী ইঊনিয়ানে সম্বন্ধকাটি গ্রামের ইসমাইলে ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ, এ.এস.এম. আসাদউজ্জামান বলেন, বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারণ মুখি বাস নাভারণ কামার বাড়ী মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি আলমসাধুর চালকে সামনা সামনি ধাক্কা দেয়।
এতে সিরাজুল ইসলাম মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরক উদ্ধার করে বুরুজ বাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন