যাত্রীর লাগেজে ৯ কেজি ওজনের গলদা চিংড়ি, তাও আবার জীবন্ত!
বড় আকারের গলদা চিংড়ি দেখলে লোভ সামলানো দায়। এর দামও অনেক বেশি। সমুদ্র কদাচিৎ বেশ বড় সাইজের গলদা চিংড়ির দেখা মেলে। কিন্তু বোস্টনস লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক যাত্রীর লাগেজে যে সাইজের চিংড়ির দেখা মিলল, তার জন্য প্রস্তুত ছিল না বিমানবন্দরের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)। তারা পেল ৯ কেজি ওজনের এক দানব গলদা চিংড়ির! তাও আবার জীবন্ত!
টিএসএ এর এক মুখপাত্র মাইকেল ম্যাকগার্থি জানান, দুই দিন আগে এক যাত্রীর লাগেজ থেকে ওই গলদা চিংড়িটি পাওয়া যায়। বিমানবন্দরের টার্মিনাল সি থেকে উদ্ধার করা এই চিংড়ি তার জীবনে দেখা সবচেয়ে বড় সাইজের চিংড়ি।
যদিও ওই বিমানবন্দরে গলদা চিংড়ি নেওয়া নিষিদ্ধ নয়। কিন্তু একটি জীবন্ত গলদা চিংড়ি নিতে হলে ওটাকে পরিষ্কার ছিঁড়ে যাবে না এমন একটি প্লাস্টিক বাক্সে নিতে হবে।
এটাকে পাওয়ার পর ছবি তুলে সোশাল মিডিয়ায় না দিয়ে পারেননি উদ্ধারকারীদের একজন। সূত্র : এমিরেটস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন