যুক্তরাষ্ট্রজুড়ে আরও ২৭০০ ফ্লাইট বাতিল
শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের আরও প্রায় ২ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে দেশটিতে আকাশপথে চলাচল ব্যাহত হওয়ায় বড়দিন ও ছুটির মৌসুমে ভ্রমণপিপাসু মানুষ বেশ হতাশ হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে ফ্লাইট বিলম্ব হয়েছে প্রায় ৬ হাজার ২০০টি। একইসময়ের মধ্যে প্রায় ২ হাজার ৭০০টি মার্কিন ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য প্রকাশ করেছে।
ইউএস গ্লোবাল চেঞ্জ রিসার্চ প্রোগ্রাম অনুসারে, গত ৭০ বছরে যুক্তরাষ্ট্রে ঝড়ের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনকে এর জন্য দায়ী বলে জানায় এনভাইরনমেন্টাল ডিফেন্স ফান্ড। কয়েকজন যাত্রী জানায়, বিমানবন্দরে আসার আগে তাদের ফ্লাইট বাতিলের বিষয়ে জানানো হয়নি। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন