যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের আগুন

গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বের বহু দেশে বিক্ষোভ হচ্ছে। গাজায় এক সপ্তাহের যুদ্ধ বিরতি শেষে গতকাল শুক্রবার থেকে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ফলে বিক্ষোভকারীরা আবারও ফুঁসে উঠেছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুক্রবার (১ ডিসেম্বর) ইসরায়েলি দূতাবাসের সামনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারী। এ সময় তারা গাজায় হামলা বন্ধের আহ্বান জানায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শহরের পুলিশ প্রধান বলেন, ওই এলাকায় একটি ফিলিস্তিনি পতাকা দেখা গেছে। এটি রাজনৈতিক বিক্ষোভ মিছিল হতে পারে। 

বিক্ষোভকারীদের থামাতে গিয়ে একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছে। আটলান্টার ফায়ার প্রধান স্মিথ সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে উভয়পক্ষের কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে। 

নিরাপত্তাকর্মীরা জানায়, দূতাবাসের সামনে স্থানীয় সময় বিকাল ৫টায় বিক্ষোভকারীরা বিক্ষোভের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।