যুক্তরাষ্ট্রে কাঠের বন্দুক ঠেকিয়ে ডাকাতির চেষ্টা, অতঃপর…
যুক্তরাষ্ট্রের অহিও অঙ্গরাজ্যের নর্থ মেইন স্ট্রিটের সার্কেল কেতে সম্প্রতি একটি অভিনব ডাকাতির ঘটনা ঘটেছে। এক ব্যক্তি বন্দুক উঁচু করে টাকা-পয়সা সব দিয়ে দিতে বলে। দোকানের কর্মচারী ও গ্রাহকরা তাকে বাধা দেয়ার চেষ্টা করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ওই দোকানের নিয়মিত গ্রাহক ছিলেন। পরে এক কর্মচারী দৌড়ে গিয়ে পুলিশকে ফোন দেয়। কিছুক্ষণ পর একজন বুঝতে পারেন অস্ত্রটি ভুয়া। এবার ভুক্তভোগী সবাই বুঝে যান কী করতে হবে।
অবস্থা বেগতিক দেখে ডাকাত দৌড়ে পালানোর চেষ্টা করেন ডাকাত। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। প্রত্যক্ষদর্শী ও দোকানটির কর্মীরা তাকে পুলিশ আসা পর্যন্ত আটকে রাখেন। ৪৮ বছর বয়সী জেফ্রি ডেরিংগারকে এখন আক্রন শহরের সামিট কাউন্টি কারাগারে রাখা হয়েছে। সূত্র : ফক্স এইট
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন