যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিল পাস
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের দুই-তৃতীয়াংশের বেশি সদস্য বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেশটির নতুন প্রতিরক্ষা বিলের পক্ষে ভোট দিয়েছেন।
নতুন এই বিলে সামরিক বাজেট বরাদ্দ করা হয়েছে ৮৮৬ বিলিয়ন ডলার। এ ছাড়া বিলটিতে ইউক্রেনের জন্য সহায়তা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে টিকে থাকার জন্য বাজেট অন্তর্ভুক্ত ছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছরের তুলনায় এবারের বাজেটের পরিমাণ বেড়েছে ২৮ বিলিয়ন ডলার। আর ইউক্রেনের জন্য সহায়তা হিসেবে রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।
বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩১০ জন ও বিপক্ষে দিয়েছেন ১১৮ জন। এরপর সিনেটে এর পক্ষে ৮৭টি ও বিপক্ষে ১৩টি ভোট পড়ে। এই বিলে সামরিক বাহিনীর সদস্যদের বেতন ৫ দশমিক ২ শতাংশ বাড়ানো হয়েছে। বাজেটের আকারও বেড়েছে ৩ শতাংশ।
অস্ত্র কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬৮ বিলিয়ন ডলার। অন্যদিকে গবেষণার জন্য ১৪৫ বিলিয়ন ডলার ও পরমাণু বোমার পেছনে ব্যয় হবে ৩২ বিলিয়ন ডলার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন