যুক্তরাষ্ট্রের কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে নিহত ২
যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে একটি বাসভবনে বন্দুক হামলায় দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়ার।লেকউড পুলিশ বিভাগ জানায়, কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারের দক্ষিণপশ্চিমে অবস্থিত লেকউড সিটিতে স্থানীয় সময় বেলা ১১টা ৫২ মিনিটে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ওই বাসভবনে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।
সিনহুয়ার খবরে বলা হয়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে হাসপাতালে নেয়া হলেও তাদের একজন মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘বন্দুক হামলার শিকার হওয়া ওই তিনজনে মধ্যে সম্পর্কে এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে তারা একে অপরের পরিচিত ছিল।’
গোয়েন্দারা ধারণা করছে, ওই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে, যারা পুলিশ আসার আগেই পালিয়েছে।পুলিশ আরো জানায়, চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে। এ হামলার ব্যাপারে জোরালো তদন্ত চলছে।
সূত্র : বাসস: সিনহুয়ার
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন