যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত ৩: বিবিসি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG-20230216-WA0007-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যুক্তরাষ্ট্রের বন্দুক হামলার ঘটনা ঘটেছে টেক্সাসে একটি শপিংমলে। এসময় বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিন জন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় টেক্সাসের এল পাসোর সিলো ভিস্তা শপিংমলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
এ প্রসঙ্গে এল পাসো পুলিশের কর্মকর্তা সার্জেন্ট রবার্ট গোমেজ সংবাদমাধ্যম সিএনএনকে জানান, এ ঘটনার পর আমরা সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছি। এছাড়া আরও একজন (হামলাকারী) বাইরে থাকতে পারে। সে জন্য এখনও মলের ভেতর ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। তবে হামলার উদ্দেশ্য এবং হাসপাতালে ভর্তি হওয়া তিন ভুক্তভোগীর অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
ঘটনাস্থল সিলো ভিস্তা শপিংমলটি ওয়ালমার্টের একটি স্টোর সংলগ্ন, যেখানে ২০১৯ সালে বন্দুক হামলায় ২৩ জন নিহত এবং ২৪ জন আহত হন। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, চলতি বছরে এরই মধ্যে দেশজুড়ে ৭০টির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন