যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ১০৯.৪ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ১০৯.৪ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছেন নিউইয়র্কের সিটির মেয়র এরিক অ্যাডামস। ২০২৫ অর্থবছরের জন্য ঘোষিত এই বাজেটে অভিবাসী সঙ্কট সমাধানেই বড় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
অব্যাহত ভাবে বাড়তে থাকা আশ্রয়প্রার্থী, কোভিড-১৯ স্টিমুলাস ফান্ডিং কমে আসা, ট্যাক্স রেভিনিউ হ্রাস, অমিমাংসিত শ্রম চুক্তি এসবের কারণেই ২০২৫ অর্থবছরের বাজেটকে বড় করেছে। তবে দায়িত্বশীল ও কার্যকর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা আশ্রয়প্রার্থীদের যথার্থ সেবা নিশ্চিত করছি এবং একটি ভারসাম্যমূলক বাজেট দিতে পেরেছে। যাতে নিউইয়র্কারদের মধ্যে একটি পেনিও বাড়তি ট্যাক্সের বোঝা চানো হয়নি, বলেন মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেন, সিটির একজন কর্মীকেও আমাদের লে-অফ করতে হবে না।
বাজেট ঘোষণার আগে মেয়র এরিক অ্যাডামস জন নিরাপত্তা, স্যানিটেশন, শিক্ষা ও যুব উন্নয়ন এবং সিটি লাইব্রেরির জন্য বাজেট কর্তনের পথ থেকে সরে আসার ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা বাজেটে ভারসাম্য আনতে পেরেছি কারণ আগে থেকেই সিটি খরচ কমানোর বাজেট প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করতে পেরেছে। প্রগ্রাম টু এলিমিনেট গ্যাপ (পিইজি) নামের কর্মসূচি ও নতুন নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্তের কথা বিশেষ করে উল্লেখ করে তিনি বলেন, এতে সিটি এজেন্সিগুলোর খরচ কমেছে। এবং অর্থনীতির ভিত শক্ত থেকেছে।
মেয়র বলেন মাইগ্র্যান্ট ফান্ডিংই আমাদের একটা বড় চাপ। আর এ জন্য নিউইয়র্কারদের হয়ে তিনি কয়েকবার হোয়াইট হাউজে গেছেন। “তবে আমরা অনন্তকাল বসে থাকতে পারবো না এই আশায় কখন ফেডারেল কি করবে? তারা সাড়া না দিলে আমাদেরকেই করতে হবে,” বলেন তিনি।
মেয়র জানান, মাইগ্র্যান্টদের এই চাপ সামলাতে
সিটি ২ বিলিয়ন ডলারের কাছাকাছি বাজেট রেখেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন