যুক্তরাষ্ট্রের শপিং মলে বন্দুকধারীর গুলি, নিহত ৮
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি শপিং মলে বন্দুকাধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী নিজেও।
শনিবার টেক্সাসের ডালাসে একটি জনাকীর্ণ মলে ঢুকে পড়ে ওই বন্দুক হামলা চালায় এবং অন্তত ১৫ জনকে গুলিবিদ্ধ করে। এতে ৮ জন নিহত হন। বাকি ৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
কাছাকাছি অবস্থানরত একজন পুলিশ কর্মকর্তা যিনি ওই সময়ে অন্য অ্যাসাইনমেন্টে ছিলেন ঘটনার পর সেখানে ছুটে আসেন। তার গুলিতেই হামলাকারী নিহত হয়। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
পরে এক সংবাদসম্মেলনে টেক্সাসের অ্যালেনে পুলিশ প্রধান ব্রায়ান ই হার্ভে বলেন, হামলাকারী একাই ছিলেন। পরে রবিবার ফেডারেল ল’ এনফোর্সমেন্টের একজন কর্মকর্তা হামলাকারীকে মরিসিও গার্সিয়া, ৩৮ নামে শনাক্ত করেন।
পুলিশ প্রধান হার্ভে আরও জানান, পুলিশের ওই কর্মকর্তা তখন অন্য একটি অ্যাসাইমেন্টে মলে অবস্থান করছিলেন, গুলির শব্দ শুনে তিনি সেখানে যান এবং হামলাকারীকে লক্ষ্য করে গুলি করেন।
মেডকেল সিটি হেলথকেয়ারের একজন মুখপাত্রের বরাতে খবরে বলা হয়েছে আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আর আহতদের মধ্যে ৫ বছরের শিশু থেকে ৬১ বছর বয়সী বৃদ্ধ রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন