যে কাণ্ডে ‘শতাব্দীর সেরা বেকুব’ উপাধি পেলেন তারা!

শতাব্দীর সেরা বেকুব হয়ে এবার খবরের শিরোনামে চার অস্ট্রেলিয়ান। তারা দেশটির কুইন্সল্যান্ড রাজ্যের ডগলাস এলাকার বাসিন্দা।

মূলত: কুমিরের খাচায় প্রবেশ করে সেলফি তুলেই এ খেতাব পেয়েছেন তারা। আর খেতাব দাতা ওই অঞ্চলের স্থানীয় মেয়র।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে ওই ডগলাস বন্দরের কাছে কুমিরের আক্রমণে এক নারীর মৃত্যুর পর। মানুষের নিরাপত্তার কথা ভেবে সেখানে পাতা হয় কুমির ধরার ফাঁদ।

অথচ এ ফাঁদে কুমির নয়, ঢুকে পড়ল একদল মানুষ। শুধু ঢুকে পড়া নয়, রীতিমত পোজ দিয়ে ছবি তুলে তা পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

গত মঙ্গলবার এই বেকুবির কাণ্ড ঘটিয়েছেন ওই চার ব্যক্তি। আর তা দেখেই স্থানীয় মেয়র তাদের জরিমানা করেন। পাশাপাশি শতাব্দীর সেরা বেকুব হিসেবে তাদের খেতাব দেন।

ডগলাস মেয়র জুলিয়া লিউ জানান, এই চারজনের কীর্তি দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। বলেন, বিপদজনক এই আচরণ আমাকে হতবাক করে দিয়েছিল। তারা যা করেছেন তার জন্য তাদের ‘শতাব্দীর সেরা বেকুব’ বলা যেতে পারে। ‘বেআইনি’ এই কাজের জন্য তাদের ১৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে।