যে গ্রামে ছেলেদের দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক!
বহুবিবাহ প্রথা কমে গেছে অনেক আগেই। কিন্তু বিশ্বে এখনও এ রকম অঞ্চল আছে যেখানে একাধিক বিয়ে করা বাধ্যতামূলক। তেমনই একটি অঞ্চল ভারত-পাকিস্তানের সীমান্তের কাছে ঘেঁষা রাজস্থানের ছোট গ্রাম দেরাসর। এই গ্রামে প্রত্যেক পুরুষকে দুটি করে বিয়া করা বাধ্যতামূলক।
বারমেঢ় জেলায় অবস্থিত ছোট এই গ্রামটিতে প্রায় ৬০০ মানুষের বসবাস। রয়েছে ৭০টির মত পরিবার।
মুসলিম অধ্যুষিত গ্রামবাসীদের দাবি, বংশ পরম্পরায় তারা এই কাজটি করে আসছে।
ছেলেদের একপ্রকার জোর করেই দ্বিতীয় বিয়ে দেয় পরিবার বলে জানা যায়।
গ্রামবাসীদের দাবি, গ্রামে আগে যারা বিয়ে করতো তাদের কারোই প্রথম স্ত্রীর সন্তান হত না। তাই দ্বিতীয় বিয়ে করতে হত। দ্বিতীয় স্ত্রীর গর্ভে সন্তান আসতো। বহুকাল ধরেই এই রীতি মেনে চলছে ওই গ্রামবাসী।
অনেকে জানান, প্রথম স্ত্রী সন্তান জন্ম দানে ব্যর্থ হয় তাই তারা দ্বিতীয় বার বিয়ে করাকে শুভ বলে মনে করে।
বিশেষজ্ঞদের মতামত এটা কুসংস্কার ছাড়া কিছুই না। সূত্র: আনন্দবাজার
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন