যে দেশে ৭০ লাখেরও বেশি নিবন্ধিত ফুটবলার!
শিরোনাম দেখে হয়তো অবাক হচ্ছেন যে, ৭০ লাখ ফুটবলার! তাও আবার নিবন্ধিত। হ্যাঁ এমনটাই ঘটেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিতে।
আন্তর্জাতিক অঙ্গনে সফলতার সুযোগ গ্রহণের জন্য বিপুল সংখ্যক ফুটবলার নিবন্ধিত হয়েছে জার্মান ফুটবল ফেডারেশনে। এ সংখ্যা ৭০ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে বলে মঙ্গলবার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফেডারেশন জানায়, বর্তমানে নিবন্ধিত পুরুষ ও মহিলা খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ লাখ ৪৩ হাজার ৯৬৪ জন। গত বছর একই সময়ের তুলনায় এই সংখ্যা ৭৪ হাজার ৫০০ জন বেড়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে জার্মানির ব্যপক সফলতার কারণে দেশটির বিপুল সংখ্যক লোক খেলাটির দিকে ঝুকেছে বলে ধারনা করা হচ্ছে।
দেশটির পুরুষ দল বিশ্বকাপ শিরোপা জয় করার পর সম্প্রতি রাশিয়া থেকে ঘরে নিয়ে এসেছে কনফেডারেশন কাপের শিরোপা।
এদিকে গত শুক্রবার দেশটির অনুর্ধ্ব-২১ দল জিতে নিয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নের মুকুট। জার্মানির মহিলা ফুটবল দলও বর্তমানে অলিম্পিক ও ইউরোপীয় চ্যাম্পিয়ন।
সূত্র: এএফপি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন