যে দেশের মানুষ ২২ ঘণ্টাই রোজা রাখবে!
ইউরোপের ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ডের যেখানে দিনের মধ্যে বাইশ ঘণ্টাইদিন। আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী এই দেশটির মুসলিম নাগরিকদের এবার ২২ ঘণ্টাই রোজা রাখতে হবে।
প্রায় একহাজার মুসলমানের একধরণের অসাধ্যই সাধন করতে হবে এমন চমকপ্রদ তথ্যই বেরিয়ে এসেছে প্রতিবেদনটি প্রকাশের পরপর।
এরফলে খাওয়াদাওয়া ও বিশ্রাম বাবদ কেবলমাত্র দুই ঘন্টাই সময় পাবে এবার আইসল্যান্ডের নাগরিকরা। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার কারণে এ মাসে একবেলা খেয়ে কাটাতে হবে দেশটির নাগরিকদের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন