যে ফল সোনার চেয়েও দামি
বিশ্বের সবচেয়ে দামি ফলের নাম ‘ইউবারি মেলন (তরমুজ)।’ আর এই ফলের দামে কেউ সোনা বা এক টুকরো জমিও কিনতে পারে। এই ফলটি জাপানে বিক্রি হয় এবং সহজলভ্য নয়। ফল গোত্রে এটাই পৃথিবীর সবচেয়ে দামি ফল।
এ ফলের দাম দিয়ে অনায়াসেই এক টুকরো জমি বা ভারি সোনার গয়না কিনে ফেলা যায়। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকায়।
ইউবারি মেলন দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম সোনার চেয়েও বেশি। ফলটি বাইরে থেকে দেখতে অনেকটা তরমুজের মতো, স্বাদে কমলালেবুর কাছাকাছি, আর ভেতরটা দেখতে কিছুটা মিষ্টি কুমড়ার মতো।
জানা গেছে, এক কেজি ইউবারি তরমুজের দাম ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এ ফলটি জাপানে বিক্রি হয় এবং এটি শুধুমাত্র সমাজের শীর্ষ স্তরের ব্যক্তিরাই কিনে থাকেন। কারণ এর দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে।
ফলটি সহজে পাওয়া যায় না। এক বিশেষ বর্গের মানুষ ইউবারি মেলন বিক্রি করেন। আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এ ফল চাষের উপযুক্ত পরিবেশ। এটি এক বিশেষ পরিবেশে ইউবারি অঞ্চলে চাষ করা হয়। এ ফল বড় হতে সময় নেয় ১০০ দিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন