যে ৮টি খাবার কখনো নষ্ট হয় না
খাবার-দাবার বেশি দিন রাখতে গেলেই চলে আসে দুশ্চিন্তা – নষ্ট হয়ে যাবে না তো? তখন বারবার মেয়াদোত্তীর্ণের তারিখ দেখেন সবাই৷ তবে এমন কিছু খাবার আছে যা অনায়াসে ১০, ২০ অথবা ৩০ বছরও নিশ্চিন্তে রেখে দিতে পারেন৷
জেনে নিন, যে ৮টি খাবার কখনো নষ্ট হয় না:-
১: মধু
খাঁটি মধু নাকি কখনো নষ্ট হয় না৷ ফুলের রেণু আর মৌমাছির শরীরের এক ধরনের ‘এনজাইম’ মিশে থাকার কারণেই নাকি মধুতে কখনো ব্যাকটিরিয়া বাসা বাঁধতে পারে না৷
২: সাদা চাল
ক্সিজেনমুক্ত কোনো জায়গায় চার ডিগ্রি বা তার চেয়ে কম তাপমাত্রায় সাদা চাল রেখে দিলে, ৩০ বছরেও নাকি সেই চালের স্বাদ, গন্ধ বা খাদ্যগুণের কোনো হেরফের হয় না৷ তবে বাদামি চাল এতদিন টেকে না৷ এ ধরনের চালে তেল থাকে বলে এগুলো বড়জোর ছয় মাস পর্যন্ত একেবারে ঠিক থাকে৷
৩: লবণ
ঠিকভাবে রাখতে পারলে লবণেরও কয়েক বছরে অন্তত কিছুই হয় না৷ আর সে কারণে অনেক সময় পচনশীল অনেক বস্তুর পচন রোধ করতে লবণ ব্যবহার করা হয়৷ তবে আয়োডিনযুক্ত লবণ বা নুন কিন্তু বড়জোর পাঁচ বছর ঠিক থাকে।
৪: সয়া সস
ভালো সয়া সস প্যাকেট না খুললে অনেক বছরেও নষ্ট হয় না৷ সয়া সসেও লবণ থাকে আর সেই লবণের গুণেই তা পচতে ভুলে যায়
৫: চিনি
‘এয়ারটাইট’ কোনো পাত্রে চিনি, বিশেষ করে গুঁড়ো চিনি রাখলে, সেই চিনিও বহুবছর থাকে৷
৬: শুকনো বাদাম
শুকনো বাদাম বা শিমের বিচিও অক্সিজেনমুক্ত স্থানে রাখতে পারলে তা ৩০ বছরও ঠিক থাকতে পারে৷
৭: সাদা ভিনেগার
গবেষকরা বলছেন, সাদা ভিনেগারও বহুবছর ঠিক থাকে৷
৮: ভ্যানিলা
দামি, ভালো ভ্যানিলা যত্ন করে রাখলে ১০-২০ বছরে অন্তত একটুও নষ্ট হয় না৷ ভ্যানিলায় অ্যালকোহল থাকে৷ আর সে কারণেই তা সহজে নষ্ট হয় না৷–ডিডাব্লিউ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন