যেভাবে দেখা যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের খেলা

বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দেখা যাবে না। তবে দর্শকরা খেলা দেখা থেকে বঞ্চিত হবেন না, দেখা যাবে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে।
ব্যক্তিগত ইমেইল আইডির মাধ্যমে আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খুলে তিন ম্যাচের এই সিরিজ দেখা যাবে। আইসিসি টিভির হোম পেজের সূচিতে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের এই সূচি ইতোমধ্যে দেওয়া হয়েছে। আইসিসি টিভিতে টাকা খরচ করে খেলা দেখতে হয়। কিন্তু এবার আর কোনো টাকা খরচ করতে হবে না। বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা না দেখা গেলেও আয়ারল্যান্ডসহ অন্য জায়গায় দেখা যাবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন