যেভাবে বিধ্বস্ত হলো নেপালের সেই বিমানটি
নেপালের পোখরায় ৬৮ আরোহী ও ৪ জন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। রোববার সকালে বিমানটি পোখরার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। খবর কাঠমান্ডু পোস্টের।
বিমানটি কাঠমান্ডু থেকে উড্ডয়নের ২০ মিনিটের মাথায় আছড়ে পড়ে মাটিতে। আছড়ে পড়ার আগে আকাশেই বিমানটি নিয়ন্ত্রণ হারায়। সামাজিক যোগাযোগমাধ্য টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তা স্পষ্ট দেখা গেছে।
ভিডিওটি একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে তুলেছেন এক ব্যক্তি। তাতে দেখা যায়, মাঝ আকাশেই নিয়ন্ত্রণ হারায় বিমানটি। ধীরে ধীরে বেঁকে যায়। তারপর প্রায় উল্টে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর শব্দ শোনা যায়।
সোশ্যাল মিডিয়ায় আরও কিছু ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে যাওয়ার পর আগুন লেগে যায় বিমানে। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন