রংপুর সিটিতে ভোট ২১ ডিসেম্বর
রংপুর সিটি করপোরেশনে ২১ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। কমিশন বৈঠক শেষে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। হেলালুদ্দীন আহমদ বলেন, এ সিটিতে ভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে ৫ নভেম্বর।
তিনি আরো জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে। এছাড়া একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, এই সিটিকে ২৮ ডিসেম্বর ভোট করার জন্য কমিশন সভায় নথি উপস্থাপন করা হলেও সেখানে দায়িত্ব পালন করা রিটার্নিং কর্মকর্তার চাকুরির মেয়াদ শেষ হচ্ছে জানুয়ারিতে। তাই সবদিক বিবেচনা করে কমিশন ভোটের তারিখ আগানোর সিদ্ধান্ত নিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন