রংপুরে ছেলের বাসায় বেড়াতে গিয়ে রাজারহাটের মুক্তিযোদ্ধা আব্বাস আলী নিখোঁজ

রাজারহাটের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলী রংপুরে ছেলের বাসায় বেড়াতে যেয়ে ৪দিন থেকে তার খোঁজ পাচ্ছেন না স্বজনরা। এ ঘটনায় রংপুর কোতায়ালী থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়রী করেছেন তার ছেলে দেলওয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার পুটিকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী মানসিক অসুস্থতা নিয়ে কিছুদিনের জন্য রংপুরের কোতয়ালী থানার রতিরামপুর আদর্শপাড়ায় চাকুরীজীবি ছেলের বাসায় বেড়াতে যান। এরই এক পর্যায়ে গত ১০ জুন বিকাল ৩টার দিকে ছেলের ভাড়া বাসা হতে পার্শ্ববর্তী রতিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন আব্বাস আলী। পরে তিনি আর বাসায় ফিরেন নাই। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজির পরেও তার সন্ধান পাচ্ছেন না পরিবারের লোকজন। পরে তার পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে রংপুর কোতয়ালী থানায় গত ১১ জুন একটি সাধারণ ডায়েরী করা হয়। যার জিডি নাম্বার-৪৯২। পরিবারের পক্ষ থেক দাবি করা হয়েছে মুক্তিযোদ্ধা আব্বাস আলী বেশ কিছুদিন থেকে মানসিক রোগের উপস্বর্গ নিয়ে দিন যাপন করছেন।

এ ব্যাপারে নিখোঁজ মুক্তিযোদ্ধা আব্বাস আলীর জ্যেষ্ঠ সন্তান পুলিশ সদস্য দেলওয়ার হোসেন বলেন, বাবার উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে আসি। ১০ জুন হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান। আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও বাবাকে না পাওয়ায় কোতয়ালী থানায় জিডি করেছি। এমতাবস্থায় সবার সহযোগিতা চাই। বাবার সন্ধান পেলে প্রয়োজনে ০১৭৬৪৩৪২৬১১, ০১৮৫৬৪৩০৯৮৭, ০১৭৭৩১০৭৮০৭ নাম্বারের যোগাযোগের অনুরোধ জানান তিনি।

রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান বলেন-অভিযোগ পেয়েছি। মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সন্ধান পেতে আমরা ইতোমধ্যে জেলার সব থানায় বার্তা পাঠিয়েছে। আশা করি খুব শীঘ্রই তার সন্ধান পাবো।