রংপুরে মডেল নির্বাচন করেছি : নির্বাচন কমিশন

রংপুর সিটি করপোরেশনে (রসিক) উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা বলেছিলাম রংপুর সিটি করপোরেশনে মডেল নির্বাচন করবো। সেই মডেল নির্বাচন হয়েছে। এই নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা আরও উন্নততর করবো।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রংপুর সিটি করপোরেশন নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটের হার প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়টি এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে আমরা জেনেছি ৬৫-৭০ ভাগ ভোট পড়েছে।

বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দিনভর গণমাধ্যমে আপনাদের খবর দেখেছি। নিজেরাও খবর নিয়েছি। এ ধরনের কোনও অভিযোগ আমরা পাইনি। আমাদের তথ্যমতে এ অভিযোগ সত্য নয়। তারপরও যেহেতু তারা অভিযোগ করেছেন— কমিশন সেটা নিয়ে বসবে। অভিযোগের ভিত্তি আছে কিনা—কমিশন সেটা খতিয়ে দেখবে।’

নির্বাচনে একটি গলযোগ সম্পর্কে তিনি বলেন, ‘ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৯নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইট-পাটকেল নিক্ষেপের খবর আসে। আমি নিজেই জানার পর সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীও সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’