রংপুরের পীরগঞ্জে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে পুকুর থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এনায়েতপুরের (দক্ষিনপাড়া) জনৈক মিজানুর রহমানের পুকুর থেকে লাশটি উদ্ধার করা।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে ওই অজ্ঞাত ব্যাক্তি মজিবর রহমানের পুকুর পাড়ে হাঁটা চলা করতে দেখেন পুকুর দেখা শোনার দায়িত্বে নিয়োজিত আবুল হোসেন (৭০)। এক পর্যায়ে সে পুকুরে নামলে পানির নিচে তলিয়ে যান।

বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা পুকুরে নেমে প্রায় ঘণ্টা খানিক খোঁজাখুঁজির পর লাশের সন্ধান পান। পরে থানায় জানালে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

‎পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, ‘সকালে ফোনে জনাতে পেরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করতে সিআইডির সহায়তা নেওয়া হচ্ছে।