রংপুরের পীরগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

রংপুরের পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান সবুজকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে তাঁর কলোনী বাজারস্থ নিজ বাসা হতে তাঁকে গ্রেফতার করা হয়।
সে খাসতালুক গ্রামের মরহুম (সাবেক চেয়ারম্যান) মজিবর রহমানের পুত্র। জিয়াউর রহমান সবুজ দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর খায়রুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন