রংপুরের পীরগঞ্জে খনিজ পদার্থের সন্ধানে কূপ খনন উদ্বোধন
২০২৩—২০২৪ অর্থবছরের এপিএভুক্ত বার্ষিক বহিরঙ্গন কর্মসূচীর আওতায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর মৌজায় ভূতাত্ত্বিক খনন কূপ জিডিএইচ —৭৮/২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি আনুষ্ঠানিকভাবে বর্ণিত স্থানে কূপ খনন কাজ আরাম্ভ করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নিবার্হী কর্মকতার্ ইকবাল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি’র জ্যেষ্ঠ পরিচালক (ভূতত্ত্ব) আলী আকবর, পরিচালক (ভূতত্ত্ব) আরিফ মাহমুদ, কামাল হোসেন, পরিচালক (খনন ও প্রকৌশল) মহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুদ্দোজা মিয়া, জিএসবি’র গবেষনা দলের উপ—পরিচালক (ভূতত্ত্ব) আশরাফ হোসেন।
সহকারি পরিচালক (ভূতত্ত্ব) আনোয়ার সাদাত মোহাম্মদ সায়েম, ওমর ফারুক খান, আব্দুর রাজ্জাক, জিএসবি’র ড্রিল প্রকৌশল দলের উপ—পরিচালক (খনন ও প্রকৌশল) খন্দকার রবিউল ইসলাম, মাসুদ রানা, মিনহাজুল ইসলাম, জিএসবি’র উর্দ্ধতন প্রকৌশলী তানভিরুল হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। কুপ খনন আনুষ্ঠানিক উদ্বোধনের পর জিএসবি’র জ্যেষ্ঠ পরিচালক (ভূতত্ত্ব) আলী আকবর উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, মাটির উপর থেকে তামা লোহা বোঝা কঠিন, আমরা যেটা পেয়েছি সেটা বেজমেন্ট হাই। বেজমেন্ট হাইয়ের মধ্যে মেটালিক মিনারেল মানে ধাতব খনিজ পদার্থ অথ্যাৎ ওজন বেশি, এটা তামা হতে পারে, লোহা হতে পারে, নিকেল হতে পারে, মেঙ্গানিজ হতে পারে, অন্য কোন আকরিক হতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন