রংপুরের পীরগঞ্জে দু’স্ত্রীর জ্বালাতনে স্বামীর আত্মহত্যা

রংপুরের পীরগঞ্জে দুই স্ত্রীর ঝগড়া, অবহেলা আর জ্বালাতনে অতিষ্ট হয়ে ক্ষোভে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাহিরুল ইসলাম ওরফে দুখু মিয়া (৪২) নামের এক রাজমিস্ত্রি সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে পীরগঞ্জ সদর ইউনিয়নের হীলি মিয়াপাড়া গ্রামে। নিহত তাহিরুল ইসলাম দুখু মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের পুত্র।

‎গ্রামবাসী জানায়, তাহিরুল ইসলাম দুখু মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি। প্রত্যহ শ্রম বিক্রি করে কোন রকম সংসার চালাতেন। তিনি একে একে তিনটি বিয়ে করেন। ৩ সন্তানের জনক তাহিরুল ইসলাম দুই স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করতেন।

একেইতো অভাব অনটনের সংসার, তার উপর নিত্যদিনই দু’স্ত্রীর ঝগড়া, গন্ডগোল- ফাঁসাদে অতিষ্ঠ হয়ে উঠে তাহিরুল মিস্ত্রি। অন্যদিকে পারিবারিক অশান্তির কারণে তাহিরুল মাদকে আসক্ত হয়ে পড়েন।

তিনি প্রত্যহ নেশা করে মাতাল হয়ে চলাফেরা করতেন। একপর্যায়ে তাহিরুল ইসলাম ওরফে দুখু মিয়া সকলের অজান্তে ক্ষোভে অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।