রংপুরের পীরগঞ্জে ‘মেরিন একাডেমি’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রংপুরের পীরগঞ্জে নব-নির্মিত বহুল প্রত্যাশিত ‘মেরিন একাডেমি’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার নবসৃষ্ট অবকাঠামো ও জলযান এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালীর মাধ্যমে এ মেরিন একাডেমিটি উদ্ভোধন করেন।
জানা গেছে, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের অর্থায়নে পীরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে রায়পুর ইউনিয়নের ফলির বিল নামক স্থানে ১০ একর জমির উপর গণপূর্ত অধিদপ্তরের তত্ত¡াবধানে ১’শ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে এই মেরিন একাডেমি নির্মাণ কাজ সমাপ্ত করা হয়।
প্রকল্পের আওতায় নির্মিত এ মেরিন একাডেমি’তে একাডেমিক ভবন ছাড়াও প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরী ভবন, ৭টি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেসিয়াম, সুইমিংপুলসহ ৩৫টি অবকাঠামো প্রকল্প বাস্তবাায়ন করা হয়।
এ মেরিন একাডেমি প্রতিষ্ঠার ফলে উত্তরাঞ্চলের অবহেলিত এ জনপদের সাধারণ জনগোষ্ঠীর শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশ-বিদেশের চাহিদা অনুযায়ী দক্ষ নৌ-কর্মকর্তা ও নৌ-প্রকৌশলী তৈরি হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম মোতাবেক ৪ বছর মেয়াদের এই কোর্সের প্রথম পর্যায়ে এখান থেকে প্রতি বছর ১০০ জন করে দক্ষ নাবিক ও নৌ-প্রকৌশলী বের হবে। এ ছাড়া দেশের সকল জেলায় সমুদ্র বিষয়ক জ্ঞান চর্চার সুযোগ তৈরি হবে। এর ফলে দক্ষ ও বিশেষজ্ঞ নাবিক এবং নৌ-প্রকৌশলী তৈরি করে তাদের বিদেশে প্রেরণের মাধ্যমে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, মেরিন একাডেমি’র কমান্ড্যান্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম সরকারসহ নানা শ্রেণী পেশার মানুষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন