রংপুরের বিভাগীয় কমিশনারের তিস্তা ব্যারেজ পরিদর্শন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/FB_IMG_1680967235599-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লাললমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেন রংপুর বিভাগে সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। এসময় তিনি পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন।
পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু জাফর ও রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান লাললমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিন এবং ইউএনও মো. নাজির হোসেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাপাউবো রংপুর তত্তাবধায়ক প্রকৌশলী মো. আবু তাহের, পওর ডালিয়া নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দোলা,লাললমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, ডিমলা; সহকারী পুলিশ সুপার (বি সার্কেল), সহকারী কমিশনার (ভূমি) অফিসার ইনচার্জ, হাতীবান্ধাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ্ব।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন