রংপুরের মিঠাপুকুরে সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে গ্রামবাসীর “মানববন্ধন”

রংপুরের মিঠাপুকুরে সাবেক এক সেনাসদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। অভিযুক্ত ঐ সেনাসদস্যের বিরুদ্ধে নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নারী কেলেংকারী এবং নিজের ঔরসজাত সন্তানকে পিতৃপরিচয় না দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেন স্থানীয়রা।

শুক্রবার (১৮ আগষ্ট) বিকাল ৩ টায় মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে মৃত-ওসমান গনি মুন্সির ছেলে সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলী আহাম্মদের (৬৪) বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী নারী পুরুষ সহ শতাধিক গ্রামবাসী খিয়ারপাড়া তেপাতি সংলগ্ন রাস্তার দু-ধারে অবস্থান নিয়ে জানান,অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলী আহম্মাদ একজন মামলাবাজ,পরধনলোভী এবং নারী লোভী। সে বিভিন্ন সময়ে খিয়ারপাড়া গ্রামের সাধারণ লোকজনের উপর ক্ষমতা প্রয়োগ করে দমন-পীড়ন চালিয়ে আসছে। তার বিরুদ্ধে কথা বলতে গেলেই মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া জোবেদা বেগম (মালা) নামে এক নারী জানান, আলী আহাম্মদ তাকে বিয়ে করার পরেও তাকে স্ত্রীর স্বীকৃতি দেয়নি, এমনকি আলী আহাম্মদের সঙ্গে সংসার করাকালীন সময়ে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, তাকেও সে সন্তান হিসেবে অস্বীকার করছে। গ্রামবাসী এসব ন্যায় কথা বলতে গিয়েই আলী আহাম্মদের মিথ্যা মামলার স্বীকার হয়েছে। শহিদুল ইসলাম নামে এক যুবক বলেন, আলী আহাম্মদ কয়েকটি বিয়ে করেছে। তার নামে একাধিক মামলা। সে এলাকার শান্তি নষ্ট করতেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

খিয়ারপাড়া গ্রামের আরিফুল ইসলাম লুলু বলেন, আমাকে কয়েকদিন আগে একটি মিথ্যা মামলার ১ নং আসামি বানিয়েছে। আমার কোন দোষ নেই। দোষ একটাই তার অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি। এসময় তিনি মিঠাপুকুর থানা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে মিথ্যা মামলায় আর কাউকে না জড়ানোর অনুরোধ জানান। এ বিষয়ে অভিযুক্ত আলী আহম্মদের সঙ্গে একাধিকবার অভিযোগের সত্যতা জানতে যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মিঠাপুকুর থানার দায়িত্বরত (ওসি- তদন্ত) নুরআলম জানান, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তবে ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে এ পর্যন্ত কেউ আমাদের লিখিত অভিযোগ দেয়নি।