রক্ত মেখে রাস্তায় শুয়ে পশুপ্রেমীদের নগ্ন প্রতিবাদ
চামড়ার পোশাক তৈরির জন্য পশুদের প্রতি নৃশংসতার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে স্পেনের পশুপ্রেমী স্বেচ্ছাসেবকরা। নগ্ন হয়ে গায়ে রক্ত মেখে দেশটির রাজধানী মাদ্রিদের রাস্তায় শুয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা।
মাদ্রিদের পুয়ের্তা ডে আলকালার কাছে এই প্রতিবাদে পশুদের নিয়ে কাজ করা সংস্থা অ্যানিম্যাল ন্যাচারালিস কর্মীরা অংশ নেন। এই প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, পশুদের মৃতদেহের স্তূপের মতোই রাস্তায় একে অপরের উপর রক্তাক্ত ও নগ্ন হয়ে পড়ে রয়েছেন একদল মানুষ। আর সামনে এক নারীর হাতে একটি প্ল্যাকার্ড।
এতে লেখা, শুধুমাত্র ফারের জন্য আর কত প্রাণ প্রয়োজন?
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন