রবিঠাকুরের জন্মদিনে

বাবুল চন্দ্র সূত্রধর:
তুমি জন্মেছিলে বলে বাংলা ভাষা বিশ্বের আসনে,
তুমি এসেছিলে বলে বাঙ্গালী আপনারে লয় চিনে।
তুমি জানালে অন্তরের অভেদ পতিতে ব্রাহ্মণে,
আর্য অনার্য শুচি অশুচি কিংবা মুঘলে পাঠানে।

তুমি শেখালে সঙ্গীত যত ভূখানাঙা চাষাকিষাণে,
বঞ্চিত মথিত দলিত মজৃুর চণ্ডাল অভাজনে।
প্রেরণা দিলে সোপান দেখালে মনন সংশোধনে,
স্বাধীনতা সাম্য মুক্তি অর্জন শুধু ’আত্মশক্তি’ গুণে।

তুমি বুঝালে মানবে মানবে ভেদ নেই অধিকারে,
মননে চেতন যোগে তন্দ্রাচ্ছন্ন মনের দেবতারে-
জাগিয়ে দিতে জানিয়ে দিতে গাইলে বারে বারে,
প্রার্থনা উপাসনা ধ্যান সাধিবারে মনের মন্দিরে।

বিশ্বকবি ভূপতি শিল্পী ঠাকুরাদি যত অভিধারে,
তুচ্ছ করি এলে তুমি উচ্চকণ্ঠে মরমভেদী সুরে।
মানবের ভূবনের আনন্দধ্বনি বর্ষালে অঝোরে,
জন্মদিনে তব পদে প্রণতি জানাই করজোড়ে।