রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু
তারুন্য উৎসবের অংশ হিসেবে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে রাঙামাটিতে রিজিয়ন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকাল ১০টায় রাঙামাটি রিজিয়নের পৃষ্টপোষকতায় ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. এরশাদ হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এসময় রাঙামাটি ডেড কমান্ড্যান্ট এসিইউ লেঃ কর্ণেল মাহতাব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি এ্যাড.মামনুর রশিদ মামুন, সাবেক সহ সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আহাদ ও শাকিল উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে’র শুভসুচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভোলকান ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে তারা বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ৭২ রানের ব্যবধানে পরাজিত করে।
উদ্বোধনী খেলায় প্রথমে টসে জিতে ভোলকান ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুয়েল দাশ ৫৩, মাকসুদুর ৩২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৮২ রানে অলআউট হয়ে যায় বুড়িঘাট ইয়ুথ ক্লাব। বিজয়ী দলের মাকসুদুর নেন ৫ উইকেট। ম্যাচ শেষে বিজয়ী দলের মাকসুদুর ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
নক আউট ভিত্তিক এ প্রতিযোগিতায় ১৮টি ক্রিকেট ক্লাব অংশ নিচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন