রাঙামাটিতে আয়কর তথ্য সেবা ক্যাম্প উদ্বোধন
রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনে আয়কর তথ্য সেবা ক্যাম্প ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কর কমিশনার জনাব মোঃ মনজুর আলম উৎসবমুখর পরিবেশে বেলুন, ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী করদাতাদের আয়কর রিটার্ন দাখিল ও আয়কর প্রদান সহজতর করার জন্য আয়কর বিভাগ এ আয়োজন করেছে।
দুই দিনব্যাপী আয়কর তথ্য সেবা ক্যাম্প (২৫-২৬ নভেম্বর) সার্কেল ৬১ রাউজান সার্কেল এর আয়কর রিটার্ন জমা নেওয়া হবে রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির’তে।
আয়কর দিতে আসা কংকনা চাকমা বলেন, নিজ জেলায় সহজে আয়কর দিতে পারে সত্যি অনেক ভালো লাগছে।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার মোঃ আখেরীজ্জামান, অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ আব্দুল মোতালেব, রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, চেম্বার এর পরিচালক মোহাম্মদ মনসুর ওবায়দুল্লাহ।
আয়কর বর্ষ ২০২৪-২০২৫,
আয়কর রিটার্ন জমা দিতে যা যা প্রয়োজন:
ব্যক্তিগত তথ্য :
1. Photocopy of E-TIN certificate.
2. Photocopy of NID.
3. 1 copy Passport size photo
চাকুরির তথ্য :
1. Salary certificate.
2. Bank statement from 01-07-2023 to 30-06-2024.
3. Provident fund info. (if any)
ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক স্টেটমেন্ট
বিনিয়োগের তথ্য:
1. D.P.S (যদি থাকে)
2. Insurance certificate (যদি থাকে).
3. Share Market Investment (যদি থাকে)
4. (সঞ্চয় পত্র – যদি থাকে)
সম্পদ ও দায় বিবরনীঃ
1. House, Apartment (যদি নিজ নামে থাকে)
2. Land, Car , Furniture , Electronics, etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan (যদি নিজ নামে হয়)।
গত বর্ষে রিটার্ন জমা দিয়ে থাকলে, অবশ্যই ঐ রিটানের একটি ফটো কপি লাগবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন