রাঙামাটিতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাঙ্গামাটি জেলার সকল সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ পাহাড়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন পাহাড়ের দূরবর্তী স্কুলগুলোতে স্কুল হোস্টেলের ব্যবস্থা করা প্রয়োজন, যেতে করে কয়েক মাইল দূর থেকে পড়তে আসা ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে আমরা সকল সমস্যা, দুর্নীতি-অনিয়ম জানতে পারি। তিনি বলেন, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। রাঙ্গামাটি জেলার সকল উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ রুহুল আমিন। এসময় সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা উপস্থিত ছিলেন।