রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস
রাষ্ট্রের মূলধারার তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ প্রতিপাদ্যে জেলা পর্যায়ে আন্তর্জাতিক তথ্য দিবস পালিত হয়েছে
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা শাখার এরিয়া কোঅর্ডিনেটর বেনজীন চাকমা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার অমিয় খীসা, সচেতন নাগরিক কমিটির সদস্য নিরূপা দেওয়ান, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মতিউর রহমান, সচেতন নাগরিক কমিটির সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে তথ্য অধিকারসহ বিভিন্ন সেবা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন