রাঙামাটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
“ছাত্র- শ্রমিক- জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন অধিকার ,ইনসাফ, মুক্তির কাফেলায় সামিল হোন” স্লোগানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা শাখার ও বাংলাদেশ ভূমিহীন সংহতি রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়।
সোমবার (৪ নভেম্বর) সকালে রাঙ্গামাটি রাঙ্গামাটি স্টেডিয়াম সড়কের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক জুঁই চাকমা, কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া বক্তব্য রাখেন।মানববন্ধনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা-উপজেলা নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ভূমিহীন সংহতির নেতৃবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা, এটা হলো ছাত্র শ্রমিক জনতার সরকার, এই সরকারের ৩ মাস পূর্তিতে অভিনন্দন জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলের যে বৈষম্য ৫৩ বছর ধরে চলছে এই বৈষম্য বন্ধ করতে হবে। এছাড়া বিদ্যুতের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা, বর্তমানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকছে না এটার প্রধান বাঁধা হচ্ছে সিন্ডিকেট সক্রিয়, যার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না। এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানান বক্তারা।
দল নিষিদ্ধ করা সঠিক কাজ নয়, এটা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধন থেকে অবিলম্বে পাহাড়ি-বাঙ্গালি ভূমিহীনদের ভোগান্তি বন্ধ ও ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তির ব্যবস্থা দ্রুত চালু করার দাবি জানান বক্তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন