হিল উইমেন্স ফেডারেশন ও নারী সংঘের
রাঙামাটির কাউখালীতে সেটলার কর্তৃক এক মারমা তরুণীকে গণধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলায় সেটলার কর্তৃক এক মারমা তরুণীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, রাঙামাটি জেলা শাখা।
শুক্রবার (১৮ এপ্রিল) হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিনিসা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় ঘটনা উল্লেখ করে বলেন, গত ১৫ই এপ্রিল মধ্যরাত ১২টার সময় কাউখালী বাজার এলাকায় একদল সেটলার বাঙালি কর্তৃক এক মারমা তরুণী(২০) গণধর্ষণের শিকার হয় বলে বিলম্বে পাওয়া খবরে জানা গেছে। ঘটনার পরদিন সকালে লোকজন ঘটনাটি জানতে পারার আগেই ধর্ষকরা সেখান থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী বর্তমানে রাঙামাটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কাউখালী থানায় জিডি করা হয়। কিন্তু ঘটনার ২দিন পার হলেও অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না।
বিবৃতিতে নেত্রীদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটলার বাঙালিরা। তাদের দ্বারা প্রতিনিয়ত পাহাড়ি নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে।
নেত্রীদ্বয় অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে আজ পর্যন্ত যতগুলো ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটেছে তার কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি, বরং ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। যার কারণে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়েই চলেছে।
বিবৃতিতে নেত্রীদ্বয় কাউখালীতে গণধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান। হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখা সাংগঠনিক সম্পাদক নিশি চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন