রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ দিনব্যাপী তারুণ্য মেলা শুরু

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাই স্মরণে রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী তারুণ্য মেলা (Youth Festival)-২০২৫।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এইচ.এম. আনোয়ার উল্লাহ্। অষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও অভিভাবকরা।

মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৫টি স্টল রয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি প্রদর্শন, স্থানীয় ঐতিহ্য এবং সাহিত্য সংস্কৃতি উপস্থাপন, স্থানীয়ভাবে তৈরি খাদ্য সামগ্রী প্রদর্শন, শীতকালীন হরেক রকম পিঠা-পুলির আয়োজন করেছে।

মেলা চলবে ১৪ থেকে ১৬ জানুয়ারি প্রতিদিন বেলা ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

মেলা আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীদের উদ্যমী ও সৃজনশীল কাজের প্রতি উৎসাহিত করবে।

এছাড়া আগামী ১৯ জানুয়ারি ২০২৫ বিদ্যালয় অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও তাদের পরিবারদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।