রাঙ্গামাটিতে আস্থা যুব দিবস ২০২৫ উদযাপন

“সকল বৈষম্যের করি অবসান- শান্তি সম্প্রীতির ঐক্যতান” স্লোগান নিয়ে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আস্থা যুব দিবস ২০২৫ উদযাপন করেছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টায় র‍্যালীর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। জেলা পরিষদ চত্বর র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিমনেসিয়াম প্রাঙ্গনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয় ডিডিএলজি মোহাম্মদ মোবারক হোসেন।

রাঙামাটির যুগ্ম-আহবায়ক আস্থা সিভিক প্লাটফর্মের মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও রবিন চাকমার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েশনের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, জেলার যুব উন্নয়নের উপ-পরিচালক রুপক কুমার বড়ুয়া, আস্থা সিভিক প্লাটফর্মের সম্মানিত সদস্য এডভোকেট সুস্মিতা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উদ্ভাসন চাকমা।

অনুষ্ঠানে আস্থা-সিভিক প্লাটফর্মের সদস্যবৃন্দ, আশিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাঙামাটি ১০ উপজেলা থেকে আগত আস্থা ইয়ুথগ্রুপ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটা জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারে শিক্ষার মাধ্যমে। পার্বত্য জেলায় শিক্ষার হার তুলনামূলকভাবে কম তাই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ আছে।

বক্তারা বলেন, আমাদের যুবরা যারা ইতিমধ্যে একটা বড় ধরনের পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে যুবরা চাইলে সবকিছু সম্ভব। আমরা চাই যুবরা ইতিবাচকভাবে তাদের এই শক্তিটাকে ব্যবহার করবে।